বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে মুলার কেজি ১টাকা বেগুন ৩টাকা

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের পার্বতীপুরে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অর্ধেকের ও নীচে নেমে এসেছে। সবজির দাম কমে যাওয়ায় ক্রেতারা খুশি হলেও উৎপাদনকারী কৃষকদের মাথায় হাত পড়েছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং সবজির উৎপাদন ভাল হওয়ায় সবজির দাম নীচে নেমে গেছে। পার্বতীপুর সবজি বাজারের আড়ত ঘুরে দেখা যায়, মুলা বিক্রি হচ্ছে বড় জোর ৪০টাকা মন কেজিতে মাত্র ১টাকা। পাতা কফি ৮টাকা, ফুল কপি ৭টাকা, বেগুন ৩টাকা, সীম ২০টাকা, কাঁচা মরিচ ১৬টাকা, লাউ প্রতি পিচ ৯ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানিক আগে মুলার কেজি ছিল ২৪টাকা, পাতা কপি ১৮টাকা, বেগুন ১২টাকা, সীম ৩৫টাকা, মুলা ৮টাকা এবং লাউ ২৫টাকা।

মন্মথপুর ইউনিয়নের ভবের বাজারের কৃষক বলবাম বলেন, তিনি ৩০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। ৫০ মনের মত বেগুন হবে তার খেতে। প্রথম দিকে বেগুনের দাম পেলেও বর্তমানে দাম কমে যাওয়ায় তিনি হতাশ।

মন্মথপুর ইউনিয়নের তাজ নগরের কৃষক জাহেদুল ইসলাম বলেন, তিনি ১ বিঘা জমিতে ফুল কফি চাষ করেছেন. ১শ মনের মত কফি হবে তার। প্রথম দিকে ২৪টাকা হিসেবে ৪০ মনের মত কফি বিক্রি করেছেন। হঠাৎ করে কফির দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ উঠলেও বেশি লাভ হবেনা তার।

পার্বতীপুরের সবজি আড়ৎদার ইব্রাহীম বলেন, প্রতিদিন কৃষকরা শত শত মন সবজি নিয়ে আসছে আড়তে। এ সব সবজি স্থানীয় চাহিদা মিঠিয়েও ঢাকায় পাঠানো হচ্ছে। আমদানী বেড়ে যাওয়ায় সবজির দাম কমে গেছে।

এব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর বলেন, উপজেলায় এবার ৫৯০ হেঃ জমিতে সবজি চাষ হয়েছে। গত বছর ছিল ৫২০ হেক্টর। উৎপাদন ভাল হওয়ায় সবজির দাম কমে গেছে।

Spread the love