দিনাজপুরের পার্বতীপুর ভবানীপুর এলাকার তার আশপাশের গ্রাম গুলোতে চড়ক পূঁজার ধুম পড়ে যায়। প্রতি বছরের মত এবারও শত শত বছরের ঐতিহ্য ধরে রাখতে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর হাট কেন্দ্রীয় কালী মন্দিরে চৈত্র সংক্রান্তিতে গতকাল রবিবার পূঁজা ও বিকেলে পিঠ ফোঁড়া চড়ক পূঁজার মেলা অনুষ্ঠিত হয়েছে। এ চড়ক পূঁজার মেলায় এবারও সব চেয়ে বড় আকর্ষণ হল ধলু চন্দ্র রায় (৫০) । পিঠের মধ্যে লোহার হুক লাগিয়ে চড়কিতে উঠে ঘুরা। চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের এবার এই চড়ক পূঁজার মেলায় প্রথমে শ্যামা পূজা, পিঠ ঁেফাড়া ও সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চড়ক পূজার সময় হাজার হাজার উৎসুক নারী, পুরুষ, বালক, বালিকা ও বৃদ্ধ ধলু চন্দ্র রায়ের দিকে সবার লক্ষ্য। ধলু চন্দ্র রায় পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর গ্রামের মৃত জলপেশ্বর রায়ের পুত্র। ঝুঁকিপূর্ণ এই পিঠ ফোঁড়া খেলা অত্যন্ত বেদনা দায়ক হলেও পিঠ ফোঁড়া খেলাটি দেখতে মেতে উঠে হাজারও আবাল বৃদ্ধ ও বনিতা। এই খেলা উপলক্ষ্যে ভবানীপুর এলাকাসহ তার আশপাশের গ্রামের প্রতিটি ঘরে ঘরে চলে উৎসবের আমেজ। নারী আসে নাইয়র খেতে। মেলার দিনে এলাকা প্রকম্পিত হয়ে উঠে বাঁিশ ও বাদ্য যন্ত্রের ঢাক ঢোলের আওয়াজে। এবারে মেলায় সার্বক্ষনিক ভাবে যারা উপস্থিত ছিলেন ভবানীপুর কেন্দ্রীয় কাঁলী মন্দিরের প্রতিষ্ঠাতা ও কার্যকরী কমিটির সভাপতি সাংবাদিক দুলাল রায় চৌধুরী, সাধারণ সম্পাদক জীবন চন্দ্র সরকার, পূঁজার মেরেয়া মদন চন্দ্র দাস, প্রধান অতিথি ছিলেন হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল নূরু, বর্ণমালা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শান্ত সরকার, ছন্দক সরকার, সুজন গুপ্ত, সঞ্জয় সরকার, কালিপদ সরকার, বাবলু সরকার, সুমন সরকার প্রমুখ। মেলায় আগত হাজারও নারী পুরুষ পিঠ ফোঁড়া খেলা দেখে তৃপ্তির ঢেঁকুর তুলে যখন বাড়ী ফিরে তখন কেউ এক বারের জন্য হলেও পিছন ফিরে দেখে না যে হাজারও মানুষকে আনন্দ দানকারী ব্যক্তিটি পরবর্তীতে কেমন থাকে!
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ