
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
সাংবাদিকতা মৎস্যচাষ ও পুস্তক ব্যাবসা এক সঙ্গে এতগুলো কি চলতে পারে, এ রকম সংশয় অনেক দিন ছিল। কিন্তু কোনটি কে বাদ দিতে পারিনি। পেছনে ফিরে তাকা বারও সময় হয়নি। দিনাজপুরের পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল কাদির বলেছেন এ কথাগুলো। আধুনিক মনস্ক, মুক্ত চিন্তা ও মুক্তিযুদ্ধের চেতনাধারী এ মানুষটির জন্ম ১৯৬০ সালের ১৮ জানুয়ারী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন ছালিপাড়া চরে। তার বাবা মরহুম দেলওয়ার হোসেন, মাতা সোনাভান খাতুন। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি হলেন দ্বিতীয়। তার শিশুকাল কেটেছে ছালিপাড়া চরে ও উলিপুরের উমানন্দ গ্রামে। এর পর লেখাপড়া করেছেন, রাজশাহী শিরইল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ও রাজশাহী গভর্নমেন্ট কলেজে। ১৯৭৬ সালে তিনি এইচ এস সি পাশ করেন। ৪ পূত্র ও ২ কন্যার জনক আবদুল কাদির ১৯৭৮ সালে দিনাজপুরের পার্বতীপুরে সেটেলড্ হন। ১৯৭৯ সালে দৈনিক দেশ পত্রিকায় পার্বতীপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন। মাসিক সেলারি ৩০০ টাকা ও পঞ্চাশ পয়সা লাইনেজে তার সাংবাদিকতা শুরু। ১৯৮৩ সালে দৈনিক জনতায় নিয়োগ লাভ করেন ১৫০০ টাকা সন্মানীতে। পরে দৈনিক যুগান্তর, সমকাল হয়ে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় পার্বতীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ১৯৮৫ ও ৮৬ সালে তিনি বিটিভির পার্বতীপুর সংবাদদাতা ছিলেন। সাংবাদিকতা ও ব্যাবসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানুষতো অনেক কিছু চায়। সব তো আর পাওয়া যায় না। তবে, স্রষ্টার কাছে আমি চেয়েছিলাম কাজের মধ্যে যেন ডুবে থাকতে পারি। স্রষ্টা আমার কথা শুনেছেন। ১৯৭৯সালে ৩১০ টাকা নিয়ে পুস্তক ব্যাবসা শুরু করি। একই বছরে জাতীয় পত্র পত্রিকায় এজেন্সি নিয়ে পার্বতীপুরসহ পার্শ্ববর্তী এলাকায় হকার নিয়োগ করে সরবরাহ করতে শুরু করি। তারপর ১৯৮৩ সাল থেকে মৎস্য চাষে জড়িয়ে পড়ি। আবদুল কাদির বলেন, পত্রিকা সংশ্লিষ্ট হওয়ার কারনে একই সঙ্গে পত্রিকার মালিক, সম্পাদক ও সাংবাদিকতার দিকপালদের সাথে পরিচিতি ও সানিধ্যে আসার সুযোগ হয়েছে। এদের মধ্যে ছিলেন, মরহুম সানাউল্লাহ্ নূরী কবি ও সম্পাদক শামসুর রাহমান, সন্তোষ গুপ্ত, এবিএম মুসা, সাইফুল বারী, আহমেদুল কবীর, বজলুর রহমান, কেজি মুস্তফা। এছাড়াও, প্রখ্যাত সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, মতিউর রহমান, মঞ্জুরুল আহসান বুলবুল এদের সান্যিধ্যেও এসেছেন তিনি। তিনি বলেন, ১৯৭০ সালে এদেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলে সারা বছর অভাব লেগে থাকতো। আশ্বিন কার্তিক মাসে ফী বছর মঙ্গা হতো। মঙ্গা কবলিত এলাকার মানুষেরা পেটপুরে দুবেলা খেতে পারতো না। কাউন, চীনা, যবের চালের ভাত, আলু সেদ্ধ, মাসকালাই, মসুর আর খেসারী সেদ্ধ করে খেয়ে দিন কাটতো তাদের। সেই মঙ্গা এখন বিস্মৃত প্রায় শব্দ। তিনি খুব জোর দিয়ে বলেন, দেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। নির্দ্ধারিত সময়ের আগেই এদেশ উন্নত দেশে পরিণত হবে। যদি ঘুষ দূর্নীতি ও বৈষম্য দূর করা যায়। সাংবাদিকতা ও ব্যবসার পাশাপাশি প্রচুর পড়াশোনা করেন এ মানুষটি। তার মতে, শুধুমাত্র ভাল সাংবাদিক হওয়ার জন্য নয়, একজন সৎ সচেতন নাগরিক হওয়ার জন্য পড়াশোনার বিকল্প নেই। পত্রিকায় নিয়মিত সংবাদ পরিবেশনের পরে সময় পেলে তিনি ছোট গল্প, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। দৈনিক জনকন্ঠ, আজকের কাগজ, খবরসহ বিভিন্ন পত্রিকায় তার পাঁচ শতাধিক নিবন্ধ গল্প প্রকাশিত হয়েছে। আবদুল কাদির পার্বতীপুর প্রেসক্লাবে নির্বাচিত সভাপতি হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গ্রামীণ সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটিতে চার বার সাংগঠনিক সম্পাদক ও একবার সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সারাদেশে সাংবাদিকদের মধ্যে তার অসংখ্য বন্ধু ও পরিচিতজন রয়েছে।