দিনাজপুর প্রতিনিধিঃ গত রবিবার রাত পোনে ১২টার দিকে পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের রাখাল পীর নামক স্থানে হানিফ পরিবহন খাদে পড়ে অন্তপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্স হাসপাতাল ভর্তি ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিক প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে ঠাকুরগাঁ জেলার ভুলিপাড়া এলাকার আবু সাইদ (২৬) সে ঢাকার অতিশ দিপংকর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শেষ বর্ষের ছাত্র। রাতেই উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পার্বতীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০
Please follow and like us: