
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ৫শতাধিক নেতা কর্মী অংশ নেয়। র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি শাহারিয়ার চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রুহুল আমিন প্রমুখ।