
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
“জেগেছে যুব, জেগেছে দেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যুব দিবস পালিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিষদের সভাপতি ও বেলাইচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা। এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক, সফল যুবকর্মী জান্নাতুল ফেদৌস ও আকমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত মহিলা শারমিন নাছরিন কে ৭৫ হাজার টাকা, জাহাঙ্গীর আলম কে ৫০ হাজার টাকা ঋণ প্রদান ও দুই শতাধিক প্রশিক্ষনাথীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।