
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর রেল থানা পুলিশ গত দু’দিনে ভাতীয় ট্যাবলেট, চোলাই মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে।
পার্বতীপুর রেলওয়ে টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ,এস,আই, আব্দুল বাতেন জানান, আজ শুক্রবার ভোরে গোপন সংবাদ পেলে তিনি পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ এ,কে,এম, লুৎফর রহমানের উপস্থিতিতে এ,এস,আই বাতেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ রেল স্টেশনের পে-অফিসের পার্শে ঝোপঝাড় থেকে প্লাষ্টিকের বস্তার মধ্যে ৩টি বড় বোতলে ৬ লিটার চোলাই মদ, এবং গতকাল বৃহষ্পতিবার সকালে সাহেবপাড়া মহল্লার জনৈকা শেফালীর বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপরে আম গাছ ও পাকা দেওয়ালের ম্যধ্যবর্তী স্থান থেকে একটি ব্যাগের ভেতরে রাখা ৫২ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৫৭ আপ আমত্মঃনগর দ্রম্নতযান এক্সপ্রেস ট্রেনের টিজি পার্টির ইনচার্জ এএসআই দেলদার হোসেন, ২১৪১ নম্বর ‘জ’ কোচের টয়লেটের মধ্যে ডিক্সিন নামক (DEXIN) ৪৮০ পিচ ট্যাবলেট ও প্যারাক্টিন নামক (PARAKTIN) ১ হাজার ৪শ’ ৭০ পিচ ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এব্যাপারে পৃথক পৃথক ৩টি রেল থানায় সাধারন ডাইরী করা হয়েছে।