বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে শীর্তাত মানুষের মাঝে ৩শ’ কম্বল ও ২শ’ শীত বস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে পার্বতীপুর কল্যাণ পরিষদের উদ্যোগে শহর ও শহরতরীর শীর্তাত মানুষের মাঝে ৩শ’ কম্বল ও ২শ’ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিগত সময়ের পার্বতীপুরের মেধাবী ছাত্র ও কৃতিমানদের নিয়ে ২০০৬ সালে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পৌর সভার ৯টি ওয়ার্ড ও বস্তির হতদরিদ্র মানষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল আলম বুলবুল ও সংগঠক সাজিদুর রহমান সাজিদ, মোস্তাকিম হোসেন, আসাদুজ্জামান, আহসান হাবিব, ফিরোজ আকতার, এটিএম তারিকুল আলম, মিনহাজ এবং শাহ মো. আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনটি রেলওয়ে জংশন এলাকার বধ্যভূমি সংলগ্ন বস্তি, গুলপাড়া, সাহেবপাড়া ও এতিমখানাসহ রেলওয়ে জংশনের বিভিন্ন এলাকায় ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল, সুইটার বিতরণ করে।

Spread the love