সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে সংসদ প্রার্থী ছিলেন এখন মাইকিং এ নেমেছেন

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

চেয়ারম্যান বটে! ২৯ নভেম্বর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকার সমাবেশকে সফল করতে গত বৃহস্পতিবার মাইকিং এ নেমেছেন পার্বতীপুর উপজেলার একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিগত সংসদ নির্বাচনের এমপি প্রার্থী আফছার আলী। তার কর্মকান্ডে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আফছার আলী ১৯৭৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী-৫ আসনের ওয়ার্কাস পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। বর্তমানে তিনি পার্বতীপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির একজন সদস্য।

তিনি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খয়েরপুকুর বাজারের এনামুল এর দোকান থেকে ২শ’ টাকায় মাইক ভাড়া নিয়ে   আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করতে ভ্যানে চেপে নিজেই মাইকিং করে যাচ্ছেন।

Spread the love