
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে প্রায় পঞ্চাশ বছর (হাফ সেন্সুরী) ঘর সংসার করার পরে ভাইদের প্ররোচনা পড়ে এক গৃহীনি তার স্বামী তালাক দিয়েছে। সেই সাথে ঘরের আসবাবপত্রসহ ঘরের টিন খুলে নিয়ে গেছে স্ত্রীর ভাই ও তার লোকেরা। এমন অভিযোগ এনে গত ১৩ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন আনুমানিক ৭২ বছর বয়সের এক বৃদ্ধ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউপির মৃত খোদা বকসের পুত্র আকবর আলী বলেন, তিনি ১৯৬৫ সালে বিয়ে করেন আলিমা খাতুনকে। স্ত্রীর পিতার নাম আবুল হোসন। বাড়ী একই ইউপির খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামে। অভিযোগে বলা হয়েছে স্ত্রীর ভাই তছলিম মাস্টারের অসৎ পরামর্শে আকবরকে গত ১০ অক্টোবর নিয়ম অনুসরণ করে স্বামী আকবরকে তালাক দেন আলিমা খাতুন। এরপর গত ১৩ অক্টোবর আলিমার ভাইয়েরা ও তার লোকজনেরা আকবরের বাড়ীর আসবাবপত্রসহ ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। এসময় এলাকাবাসী তাদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। অসহায় আকবর এখন খোলা আকাশের নীচে বসবাস করছে।