
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :‘‘মাদক আনে ধ্বংস ক্রীড়া আনে শক্তি’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে সিক্স ষ্টার ক্রিকেট উদ্ধোধনীয় খেলা আজ বৃহস্পতিবার শহিদ ময়দানে অনুষ্টিত হয়েছে। উদ্বোধনী পর্বের খেলায় ১০টি দল অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড়, সমাজসেবী ও রাজনীতিবিদ মোঃ আমজাদ হোসেন। প্রথম পর্বের খেলায় অংশ গ্রহন করে, সিক্স ষ্টার ক্লাব সৈয়দপুর, দিনাজপুর ইলাভেন ষ্টার, পাওয়ার হাউজ কলোনী পার্বতীপুর, টেকশেরহাট, চাকলাবাজার, নিউ টেইলার্স পুরাতন বাজার, ফ্রেন্ডস ষ্পোটিং ক্লাব ধুপিপাড়া, আগমনী খেলাঘর ও ইসলামপুর ক্রিকেট ক্লাব। এসময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রিকেট ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের আয়োজন করেন বন্ধু সংঘ। উদ্ধোধনী খেলায় পৌর কাউন্সিল মঞ্জুরুল হক মঞ্জু, ঠিকাদার আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, বন্ধু সংঘের সভাপতি পলাশ সরকার ও সাধারণ সম্পাদক মোঃ শাওন বক্তব্য রাখেন।