রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে সোনামনি প্রি ক্যাডেট স্কুলের উদ্বোধন

একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃপার্বতীপুর পৌর শহরের মোজাফফর নগর মহল্লায় সোনামনি প্রি ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে সোনামনি প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বতীপুর ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জহুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রত্যিষ্ঠানটির প্রধান উপদেষ্টা দৈনিক মানববার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, উপদেষ্টা ডাঃ ইউনুস, উপদেষ্টা সদস্যা জাহানারা বেগম, প্রতিষ্ঠানটির ভাইস চেয়াম্যান ও ইসলাম ক্লিনিকের পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম, পার্বতীপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মাবুদ, অধ্যাপক ফয়েজুর রহমান। বক্তারা এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। এ স্কুলের প্রধান বৈশিষ্ট হচ্ছে প্রতি মাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে মা সমাবেশের মাধ্যমে স্বাস্থ শিক্ষা প্রদান এবং গরীব রুগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। পরে সোনামনি প্রি ক্যাডেট স্কুলের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

Spread the love