বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা । পাষন্ড স্বামী আটক

একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী রাতে তার ছেলেরা লাশ ময়না তদন্তের পর ফেরার পথে পার্বতীপুরের আমবাড়ী বাজারে পিতা মজিবর রহমানকে দেখতে পেয়ে আটক করেছে। পুলিশ খবর পেয়ে আসামী নিয়ে এসেছে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের খলিলপুর মোল্লাপাড়া গ্রামের মৃত্যু তছিরউদ্দিনের পুত্র মজিবর রহমান স্ত্রী তার ৪ পুত্র সন্তানের জননী কহিনুর(৪২)কে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে। একই গ্রামের মৃত্যু আঃ কাইয়মের কন্যা কহিনুরের সংগে দীর্ঘদিন থেকে তাদের দাম্পত্যকলহ চলে আসছিল। গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার সময় মজিবর তার শালক (কহিনুরের চাচাতো ভাই) জিয়ারুলকে মোবাইলফোনে লাশ দাফনের জন্য বলে। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি বলেন রাতের কোন এক সময় হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

এদিকে এলাকাবাসী জানায়, কহিনুরের ইতোপূবেও বিয়ে হয়। সে ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। আর মজিবরের ৪র্থ স্ত্রী কহিনুর বেগম। এর মধ্যে ১ম স্বামীর ঘরে আঃ আলিম (২৫) ও ২য় স্বামীর মজিবরের ঘরে বাবু (২২), সুজন (২০), মাসুদ (১৮) ও রাকিব (১৫) পুত্র সমত্মান রয়েছে। এব্যাপারে পার্বতীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ে হয়েছে। রাতে ময়না তদন্ত শেষে লাশ নিয়ে বাড়ী ফেরার পথে পার্বতীপুরে আমবাড়ী বাজার নামক স্থানে ছেলেরা ঘাতক পিতা মজিবরকে দেখতে পেয়ে আটক করে পুলিশকে খবর দেয়। পার্বতীপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহাবুল আলম রাত সাড়ে ৯টার দিকে হত্যাকান্ডের আসামী মজিবর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একরামুল হক বেলাল

পার্বতীপুর,দিনাজপুর

০১৭১২৩৭০৮০০

Spread the love