
একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
পার্বতীপুরে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নিয়ে পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রীর সর্বস্ব লুট করে নেয়ার ঘটনায় শহর গ্রাম সর্বত্র ছি ছি রব কিছুতেই থামছে না। জনতার দাবী এই লম্পটকে অবিলম্বে সংগঠন থেকে বহিষ্কার করে জনতার আদালতে তোলা হউক। এঘটনা নিয়ে আজ শনিবার শহরে তার বিভিন্ন পোষ্টার ও ব্যানারে চুন-কালির প্রলেব দেয়া হয়েছে।
উলেখ্য পার্বতীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আকতার হোসেন (৪৫) পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দেয়ার প্রলোভন দেওয়ার কথা বলে এক কলেজ ছাত্রীর পিতা-মাতার কাছ থেকে থেকে পৌনে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকুরী বা টাকা ফেরত না দিয়ে উল্টো সে কলেজ ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে হোটেলে রাত যাপনসহ তার সাথে অনৈতিক সর্ম্পক গড়ে তোলা সর্বস্ব লুট করে নেয়ার অভিযোগ ওই কলেজ ছাত্রীর। এ ঘটনায় কলেজ ছাত্রীর স্বজনরা পার্বতীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আকতার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান আটকে রেখে জুতাপেটা করেছে। গতকাল বুধবার বিকেলে পার্বতীপুর শহরের নতুন বাজার শহীদ মিনার রোডে আকতার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান হাজী ইলেকট্রোনিক্সে এ ঘটনা ঘটে। এ সময় উৎসুখ জনতার ভিড়ে শহীদ মিনার রোডে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ১ ঘন্টা পর সন্ধ্যা ৬ টার দিকে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও পলাশ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ এসে আকতার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, প্রায় ৬ মাস আগে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তার হোসেন কলেজ ছাত্রীর (১৮) কে পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহন করে। তার পরিবারের সদস্যরা জানান- দীর্ঘদিনেও চাকুরীর কোন ব্যবস্থা না হওয়ায় পরিবার ক্ষুব্ধ হয়ে উঠে। চাকুরী বা টাকা ফেরত না দিয়ে উল্টো সে ছাত্রীর সাথে অনৈতিক সর্ম্পক গড়ে তোলে। আকতার প্রায়ই চাকুরীর কথা বলে মোবাইলফোনে তার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করে ও দেখা করতে বলে। এ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার অশ্লীল যৌন ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে পার্বতীপুর শহরের তরুণদের মাঝে ‘‘হটকেক’’ এর মত ছড়িয়ে পড়ে। তার আত্মীয়স্বজন ও পরিবারের বিক্ষব্ধ সদস্যরা গত বুধবার বিকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে এবং এলোপাতাড়ি চড়থাপ্পর ও জুতাপেটা করে।
কলেজ ছাত্রীর জানান- আকতার হোসেন তার মেয়ের পুলিশ কনষ্টেবল পদে চাকরি দিবে বলে প্রথমে সাড়ে ৩ লাখ নেয়। পরবর্তীতে সে আরও ২৫ হাজার টাকা দাবী করে। এর মধ্যে ১৭ হাজার টাকা পরিশোধ করা হয়।
পুলিশ তাদের থানায় নিয়ে গেলে ১ বেলাইচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুর মোহাম্মাদ রাজা’র মুসলেকায় ঘটনার দিন রাত ১০ টার দিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনায় পার্বতীপুর শহরসহ গ্রাম-গঞ্জের সর্বত্র ছি ছি রব কিছুতেই থামছে না। জনতার দাবী এই লম্পটকে অবিলম্বে সংগঠন থেকে বহিষ্কার করে জনতার আদালতে তোলা হউক। এঘটনা নিয়ে আজ শনিবার পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা শহরে আকতার হোসেনের বিভিন্ন পোষ্টার ও ব্যানারে চুন-কালির প্রলেব দিতে দেখা গেছে।