দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইসমাইল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন এবং মোটরসাইকেল চালক মাহবুবুর রহমান গুরুতর আহত।
গত মঙ্গলবার রাত ৯টায় পার্বতীপুর-সৈয়দপুর সড়কের বেলাইচন্ডি বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ইসমাইল হোসেন (৭৫) এর বাড়ী পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের ফজলপাড়া গ্রামে।
আহত মোটরসাইকেল চালক মাহবুবুর রহমানকে(৩৫) আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোটরসাইকেল চালক পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ এর ছেলে।
এলাকাবাসী জানায়, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউপির ফজলপাড়া গ্রামের কৃষক ইসমাইল হোসেন মঙ্গলবার রাত ৯টার দিকে বেলাইচন্ডি বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে পার্বতীপুর আসার পথে মাহবুবুর রহমান এর মোটরসাইকেল ওই বৃদ্ধ ইসমাইল হোসেনকে সজোরে ধাক্কা দিলে উভয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল হোসেন মারা যান।