রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু

একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাবড়া নামক স্থানে ট্রাকে চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের শিশু কন্যা তাসমিয়া নিহত হয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে নিহত তাজমিয়ার মামী বানু ননদের কন্যা তাজমিয়া ও জা আঞ্জুয়ারাকে নিয়ে বাবার বাড়ী হাবড়া রসুলপুরে যাচ্ছিল। তারা পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাবড়া বাইপাসে অটোবাইক থেকে নেমে ভাড়া দিচ্ছিল। এসময় তাজমিয়া সড়ক পার হতে লাগলে পিছন থেকে আসা ট্রাক বগুড়া-ঢ-১১-০০০১ চাপা দিলে ঘটনাস্থলেই তাজমিসয়ার মৃত্যু হয়। বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘাতক ট্রাক ও ড্রাইভার আনোয়ার হোসেন এবং হেলপার রুবেলকে আটক করেছেন বলে এস আই জাহিদ নিশ্চিত করেছেন। আলো কিন্ডার গার্ডেন স্কুলের প্লে শ্রেনীতে পড়তো। তাজমিয়া বাবা আমিনুল ইসলামের বাড়ী শহরের নতুন বাজার গুলশান নগর মহল্লায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

একরামুল হক বেলাল

পার্বতীপুর,দিনাজপুর

০১৭১২৩৭০৮০০

Spread the love