শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে ১০ দিনে ১০ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ৫ গ্রেফতার

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুরে ১০ দিনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০টি ট্রান্সফরমার চুরি ও সংযোগ দেয়ার কথা বলে সংযোগ প্রত্যাশী গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ পার্বতীপুরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

এরা হলো, উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের এনামুল হক (৩৫), রামপুর ইউনিয়নের রঘুনাথপুর শিমুলিয়াপাড়া গ্রামের নান্নু ওরফে মোসলেম উদ্দীন (৪৮), মোস্তফাপুর ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের মিজানুর রহমান (৩০), চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফয়জার রহমান (৩৫) এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর দীঘল টারি গ্রামের নুর আলম ওরফে কানা আলম (৪৭)।

 

দিনাজপুর পল্লী সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস ও পুলিশ সুত্রে জানা গেছে- এক দল সংঘবদ্ধ দুর্বৃত্ত গত ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ দিনে ৪টি স্থানের সেচ কাজে ব্যবহৃত সংযোগ লাইন থেকে ১০ কিলো ভোল্টে (কেভি)’র ৯টি ও ৫ কিলো ভোল্টে (কেভি)’র একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এরমধ্যে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া, ভোটগাছ ও আইনুল হুদা গ্রামের তিন গভীর নলকুপের সংযোগ লাইন থেকে ১০ কিলো ভোল্টের ৯টি ও রামপুর ইউনিয়নের জমিরেরহাট গ্রামের এক অগভীর নলকুপের সংযোগ লাইন থেকে ৫ কিলো ভোল্টের একটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি যাওয়া এসব ট্রান্সফরমারের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এসব চুরির ঘটনায় দিনাজপুর পল্লী সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিস কর্তৃপক্ষ গত ১৫ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় ১৯১০ সালের বিদ্যুৎ আইন, এর ৪-(ক) ধারায় মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আঃ মতিন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত ২৮ অক্টোবর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পূর্ব পাড়ার মিজানুর রহমান (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরন করেন।

 

এদিকে, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর পূর্বপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মিজানুর রহমান ওই ইউনিয়নের আমবাড়ী, কাশিপুর, দন্ডপাণি ও মোস্তফাপুর গ্রামের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী ৪০ ব্যক্তি কে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগীদের মধ্যে মোস্তফাপুর ইউনিয়নের চক জামিনি এমাইল গ্রামের জামাল উদ্দীনের ছেলে গুলজারের নিকট হতে ৮ হাজার টাকা, আঃ রউফের ছেলে আশরাফুল হকের নিকট থেকে ৯ হাজার টাকা, আঃ রশিদের নিকট থেকে ৫ হাজার টাকা আদায় করে বলে তারা জানান।

 

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর পার্বতীপুর জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আশরাফুল হক বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীদের নিকট থেকে প্রায় আড়াই লাখ টাকা আদায় ও আত্মসাতের অভিযোগে পার্বতীপুর থানায় পৃথক ৪টি অভিযোগ দায়ের করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, মিজানুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও তাকে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।