বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পার্বতীপুরে ২০ হাজার লিচু ফরমালিনযুক্ত ফলমুল ধ্বংস ৭ ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন ফলে দোকানে ফরমালিনমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে ৭ ফল ব্যবসায়ী কে জরিমানা করেছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে শহিদ মিনারে বিভিন্ন ফল দোকানে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীর কাছ থেকে ১৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় কলা ব্যবসায়ী আতিয়ার রহমান কে ১০ হাজার টাকা, লিচু ব্যবসায়ী আফজাল হোসেন কে ২ হাজার টাকা, আফজাল মিয়া কে ২ হাজার টাকা, আলমগীর হোসেন কে ১হাজার টাকা, শাহ আলম ৫শ’ টাকা, শাহীন আলম কে ৫শ’ টাকা, আম ব্যবসায়ী ইয়াছিন কে ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরমালিনযুক্ত বিপুল পরিমান ফলমুল ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহিদ মিনার এলাকা থেকে মাত্রাতিরিক্ত ফরমালিন থাকায় বিপুল পরিমাণ লিচু, আম ও কলা জব্দ করা হয়। পরে রাত ৯ টায় শহিদ মিনার রাস্তায় ঢেলে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চাপা দিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মঞ্জুরুল আলম, পার্বতীপুর রেল থানার ওসি ইসরাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জোহাসহ বিপুল সংখ্যক পুলিশ।