সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে ২৩ রাজাকার মুক্তিযোদ্ধা!

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

পার্বতীপুরে ২৩ রাজাকারসহ ২৭০ জন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে দাবি করেছেন পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ রিয়াজ উদ্দিন মাহমুদ। গতকাল রোববার পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন মাহমুদ বলেন, পার্বতীপুর উপজেলায় বর্তমানে তালিকাভুক্ত ৭৯০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে অমুক্তিযোদ্ধা (ভুয়া) ২৭০ জন। অমুক্তিযোদ্ধা ২৭০ জনের মধ্যে প্রথমে ৫৯ জনের নাম প্রকাশ করা হলো। পর্যায়ক্রমে অন্যদের নাম প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, যাদের নাম প্রকাশ করা হলো তাদের মধ্যে ২৩ জন চিহ্নিত রাজাকার। প্রকাশিত ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্য ২৩ রাজাকার তারা হলেন, একরামুল হক গেজেট নং ২৮৭২, মোতালেব শেখ গেজেট নং ২৯৬৫, হাফিজুর রহমান গেজেট নং ৩৫৫২, নুরুল ইসলাম গেজেট নং ২৬৬৫, সাহাবুদ্দীন গেজেট নং ২৬৬৬, হারেজ আলী গেজেট নং ২৭৬৬, ওয়াহেদুল গেজেট নং ২৭৭১, ইব্রাহিম গেজেট নং ২৮১৮, মমতাজ গেজেট নং ২৮৪২, সলিম উদ্দীন গেজেট নং ২৯৪৭, ওয়াকিল গেজেট নং ২৮৪১ ও ২৯১৫, মোজাহার আলী গেজেট নং ২৫৮৩, জয়নুদ্দীন গেজেট নং ২৬৭৫, আব্দুল জলিল গেজেট নং ২৬১৭, ইয়াকুব আলী গেজেট নং ৩০১০, আব্দুর রশিদ গেজেট নং ৩৫৭০, সৈয়দ আলী গেজেট নং ৩৫৭১, আব্দুল হালিম গেজেট নং ৩৫৭২, আব্দুর সালাম গেজেট নং ২৯৭৩, আ. ছামেদ আলী গেজেট নং ২৯০৪, সামছুল হক গেজেট নং ২৯৫৭, নুরুল ইসলাম গেজেট নং ৩৫৫০ ও আবদুল মোতালেব গেজেট নং ৩৫৫৩। তবে এর এজন্য পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেন দায়ী। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার সিদ্দিক হোসেন বিভিন্ন অনিয়ম, যুদ্ধাহত না হয়েও ভুয়া সনদ দেখিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন, অন্যের এফএফ নম্বর দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সুযোগসহ মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করার কথা উল্লেখ করেন।

Spread the love