বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে ৭৯০ মুক্তিযোদ্ধার ২৭০ জনই ভূয়া এবং ২৩জন রাজাকার মুক্তিযোদ্ধা। দাবী একাংশের

পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে তালিকা ভূক্ত ৭৯০ মুক্তিযোদ্ধার মধ্যে ২৭০ জনই ভূয়া এবং এদের মধ্যে ২৩ জন ১৯৭১ সালে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে দাবী করেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ।

 

রোববার দুপুর ১২টায় পার্বতীপুর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদের নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এসব অভিযোগ করেন।

 

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদ সংবাদ সন্মেলনে জানান, ২৭০ ভূয়া মুক্তিযোদ্ধার মধ্যে মুক্তিযোদ্ধা চলাকালে ১০ জনের বয়স ছিল মাত্র ২ থেকে ৬ বছর। তাদের মধ্যে ২ জন মুক্তিযোদ্ধা না হয়েও ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারী গেজেটে ও মুক্তি বার্তায় নাম না থাকা সত্বেও ২ জন অন্যের নাম ব্যবহার করে ভাতা উত্তোলন করছেন। প্রকৃত ঠিকানা গোপন করে মুক্তিযোদ্ধার তালিকা ভূক্ত হয়েছে ৩ জন।

পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান ডেপুটি কমান্ডার ছিদ্দিক হোসেন মুক্তিযুদ্ধে আহত না হয়েও বর্তমানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন।

 

তাদের দাবী বর্তমান ও পূর্বের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অর্থের বিনিময়ে ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা ভূক্ত করেছেন। সংবাদ সম্মেলনে ২৭০ জন ভূয়া মুক্তিযোদ্ধার মধ্যে ৬১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

অবশিষ্টরা ক্ষমতাসিন আওয়ামীলীগ ও বিএনপি’র প্রভাবশালী এবং নিরাপত্তার কারনে তাদের নাম প্রকাশ করেনি তিনি।

 

তবে সরকারী কোন গোয়েন্দা সংস্থার নিকট ওইসব প্রভাবশালীদের নামের তালিকা হস্তান্তর করবেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও পর্যায়ক্রমে অন্যান্যদের নামের তালিকা প্রকাশ হবে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ জানান। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, তহমিদা রহমান কারী, সহিদুল হক ও শাহাজাহানসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা না হয়েও ভুয়া সনদ দেখিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন, অন্যের এফএফ নম্বর দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযোদ্ধা কোটায় চাকুরির সুযোগসহ মুক্তিযোদ্ধারদের জন্য সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করার কথা উলেস্নখ করা হয়।

Spread the love