
মোঃ আব্দুলাহ আল মামুন পার্বতীপুর,(দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ২০১৫ইং সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশের মধ্যদিয়ে সোমবার সকাল ১০ টায় মাদরাসা প্রঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয়। স্বাগত বক্তব্য দেন অধ্য রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ শমসের আলী মন্ডল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্যদেন শিাবিদ আবুছালে মৌলানা মোঃ ইয়াকুব আলী, মাদরাসার গভনিং বডির অভিভাবক সদস্য মোঃ মামুনুর রশিদ মামুন, দাতা সদস্য মোঃ আতিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ মাহাবুবুর রহমান বাবলু, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ ছাইফুল ইসলাম, মোছাঃ আনজু আরা, মোঃ রইচ উদ্দিন, মোঃ ঈসা সরকার, মোছাঃ ফেরদৌস বেগম, শাহিদা খাতুন, খাদিজা বেগম, সালমা বেগম প্রমুখ।
শিকদের মধ্যে বক্তব্য রাখেন আরবি প্রভাষক মোঃ সাব্বির আহম্মেদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্বোৎসায়ী সদস্য মোঃ নূরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চলন করেন শিক মোঃ আতিকুর রহমান।