শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে তালা/কমান্ডার আব্দুল হাই ও ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেনকে অবাঞ্চিত ঘোষনা

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ ওহাব সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা সেলিম উদ্দীন সরকারের নেতৃত্বে একদল লোক গত বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে পার্ক এলাকার মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয় দখল করে নিয়েছে। রাত ৮টার দিকে ৩০-৪০ লোক ‘‘হাই-সিদ্দিকের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’’ ‘‘সিদ্দিক-হাইয়ের চামড়া তুলে নিবো আমরা’’ ইত্যাদি নানা রকম সে­াগান দিতে দিতে ঘটনাস্থলে এসে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয়ে ‘‘বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ক্লাব কার্যালয়’’ লেখা একটি ডিজিটাল ব্যানার লাগিয়ে তিন কক্ষ বিশিষ্ট ভবনটি দখল করে নেয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের ঢাকা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

পার্বতীপুর রেল স্টেশনের পয়েন্টসম্যান শমসের আলী (৫৩) ও সাহেব পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী রমজান আলী (৪৫) জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয়টি দীর্ঘ ৭-৮ বছর ধরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ হাই ও ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। তারও আগে ভবনটি পার্বতীপুরের রেল কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের কাজে (পে-অফিস) ব্যবহৃত হয়ে আসছিল।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কার্যালয়ে তালা ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয় দখলের ব্যপারে মতামত জানতে সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন সেটটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (অর্থ) সেলিম উদ্দীন সরকার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রিয়াজ মামুদসহ এক দল মুক্তিযোদ্ধা আজ শুক্রবার বেলা ১২টায় স্থানীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা রিয়াজ মামুদ। তিনি অভিযোগ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ হাই ও ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেন গত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ ও সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজারসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামনিকের নামে কটুক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন। একারনে পার্বতীপুরের সাধারন মুক্তিযোদ্ধারা আজ শুক্রবার থেকে তাদের দু’জনকে ‘‘অবাঞ্চিত’’ ঘোষণা করেন। এছাড়াও সংবাদ সম্মেলনে ওই দু’জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা রিয়াজ মামুদ বলেন, পার্বতীপুরে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আছেন ৬৭০জন। এর মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ৪০ থেকে ৪২জন। সংবাদ সম্মেলনে উথ্বাপিত অভিযোগ সম্পকে জানতে চাইলে পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অ্যাডভোকেট আব্দুল হাই মুঠো ফোনে বলেন, কারও বিরুদ্ধে অশালীন, কুটুক্তি কিংবা অবমাননাকর বক্তব্য তিনি দেননি। এটা তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চলে আসা ষড়যন্ত্রের অংশ বলে তিনি উলে­খ করেন।