
একরামুল হক বেলাল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা পরিষদের অধিনে পার্বতীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মিত কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছে বলে শহরে গুঞ্জন শুরু হয়েছে। অপরদিকে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম বলেন নিমণমানের কাজ হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।
একটি সূত্র জানায়, পার্বতীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ভেঙ্গে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। প্রথমে শহীদ মিনারের স্থান (উত্তর-দক্ষিণে) দিক নিয়ে সমস্য হলেও পরে তা পূর্বের স্থানেই নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার। ঈদ উল আযহার কয়েকদিন আগে ঠিকাদার তার সরঞ্জাম ও লোকজন নিয়ে চলে গেছেন। শহীদ মিনারের মূল মঞ্চের এক কন্যারে ঢালাই দিয়েই ওইদিন রাতেই কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হওয়ায় শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদার উধাও নয়, নিমণমানের কাজ হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।