রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম’র বিরুদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি : বৈদ্যুতিক পোল স্থাপন ও মিটার স্থানান্তরে দু’বছরের অধিক সময় পার এবং হয়রানীর বিষয় আর.ই.বি চেয়ারম্যানকে অবহিত করায় পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর-২ পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুর রউফকে হয়রানী করছেন এবং বৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছেন এমন অভিযোগ করে গতকাল বৃস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন হয়রানীর শিকার আব্দুর রউফের স্ত্রী তাছলিমা বেগম।

তিনি লিখিত বক্তব্যে জানান ১৯৯৬ সাল থেকে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়ে নিয়মিত বিল পরিশোধ করে আসছেন তারা। আর্থিক সমস্যার কারণে বাড়ির কিছু অংশ বিক্রি করলে মিটার স্থানান্তর ও পোল স্থাপন করতে ২০১১ সালের ডিসেম্বরে আবেদন করেন। হয়রানী ও গড়িমসির এক পর্যায় বিষয়টি আর.ই.বি চেয়ারম্যানকে অবগত করা হলে ডিজিএম (পার্বতীপুর জোনাল) ক্ষিপ্ত হয়ে বাড়ী সংলগ্ন ২৫ কেভি ট্রান্সফার্মারটি দ্রম্নত সরিয়ে ফেলেন। সেই সাথে ১০ শর্ত জুড়ে দিয়ে বলেন, প্রথমে ৫ কেভি পরে ১০ কেভি ট্রান্সফর্মারের জন্য আবেদন করতে। এতে হতাশাগ্রস্ত হয়ে কনজুমার আঃ রউফ পুনরায় আর.ই.বি চেয়ারম্যানকে বিষয়টি জানাতে চাইলে সৈনিক কল্যাণ সমিতির ১০ সদস্যের সামনে ডিজিএম চলমান মিটারটিরও সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন।

এ বিষয়ে ডিজিএম আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে আর.ই.বি চেয়ারম্যান আজ ফোন করেছিলেন বিষয়টি দেখা হচ্ছে।

 

Spread the love