শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুর -ঢাকা-খুলনা রুটে চারটি ঈদ স্পেশাল ট্রেন

Tarinদিনাজপুর প্রতিনিধি : ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে দুই জোড়া ‘ঈদ স্পেশাল’ ট্রেনের অগ্রিম টিকেট গত রোববার বিকেল থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।

ঈদের দিন ও ঈদের পরের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্ত:নগর ট্রেনের সমপরিমাণ।

পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার আব্দুল জববার সাংবাদিকদের জানান, রেলওয়ের পশ্চিমজোনে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ৯টি যাত্রীবাহী বগি নিয়ে পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল-১ ও ২ এবং সমানসংখ্যক কোচ নিয়ে খুলনা-ঢাকা রুটে ঈদ স্পেশাল-৩ ও ৪ বাড়তি চারটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে।

তিনি জানান, পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেনে আসন রয়েছে ৭২৮টি। এরমধ্যে প্রথম শ্রেণী ফ্লাট ২৪টি ও শোভন সাধারণ ৭০২টি আসন রয়েছে। ঈদ স্পেশাল-২ ট্রেনটি প্রতিদিন সকাল ৬.৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল ৩.৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ঈদ স্পেশাল-১ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে বিকেল ৫.২০ মিনিটে ছেড়ে পার্বতীপুর এসে পৌঁছাবে রাত তিনটায়।

ট্রেনটি ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সামত্মাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াইব্রীজ, উলস্নাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব পাড়, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে থামবে।

এছাড়া, খুলনা-ঢাকা রম্নটে ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন দুটিতে আসন রয়েছে ৫৯২টি। এরমধ্যে প্রথম শ্রেণী ১০টি, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি)-৬টি, শোভন চেয়ার ১০০টি ও শোভন সাধারণ ৪৭৬টি আসন রয়েছে। ঈদ স্পেশাল-৩ ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে ১০টায় খুলনা থেকে ছেড়ে সকাল ৮.২০ মিনিটি ঢাকায় পৌঁছাবে এবং ঈদ স্পেশাল-৪ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ৯.২৫ মিনিটে ছেড়ে খুলনায় এসে পৌঁছাবে সকাল ৭টায়।

ট্রেনটি নোয়াপাড়া, যশোহর, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, পোড়াদহ, ভেড়ামারা, ঈশ্বরদী, বডাইব্রীজ, উলস্নাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব পাড়, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে থামবে।