
মাহবুবুল হক খান, দিনাজপ্রর প্রতিনিধি : পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপাত্মরের সিদ্ধান্তের বিরুদ্ধে অনশন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
শ্রমিকরা সব ধরনের কাজ বন্ধ করে অনশনে কর্মসূচিতে অংশ নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, কোন অবস্থাতেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর করতে দেয়া হবেনা। কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে। অনশন থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ফ্ল্যাসের কারণে দূরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিটি শ্রমিকদের জন্য অ্যাস অ্যালাওঞ্চের প্রদানের দাবিও জানান শ্রমিক নেতারা।
এর আগে সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জাতীয় শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া এ কর্মসূচির উদ্বোধন করেন। অনশন চলাকালে বক্ত্য রাখেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের সভাপাতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিব হাসান। অনশনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭০ জন শ্রমিক অংশ নেন।