মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ১৭ আগষ্ট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের হুশিয়ারী

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে আজ রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অনুষ্ঠিত সমাবেশ থেকে হুশিয়ারী দিয়ে বলা হয়েছে, আগামী ১৬ আগস্টের মধ্যে চুক্তি বাতিল করা না হলে ১৭ আগষ্ট থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। সেই সাথে যে কোন মুল্যে পিডিবিকে কোম্পানীর করার অপচেষ্টা প্রতিহত করা হবে। বক্তরা বলেন, পিডিবিকে কোম্পানি করা হলে প্রতিষ্ঠানটি ধ্বংসের পাশাপাশি বেকার হয়ে পড়বে বিদ্যুৎ বিভাগের কয়েক হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (বয়লার) মোঃ কামরুজামান এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক এসএম ওয়াজেদ আলী, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জিললুর রহমান, সিবিএ নেতা হাবিব হাসান, শহিদুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল ও জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।