পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে উত্তোলিত পাথরের বিশাল মজুদ নিযে পড়েছেন খনি কর্তৃপক্ষ। প্রতিদিন ৩ শিফটে খনি থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। এতে করে এখানে বিশাল মজুদ গড়ে উঠেছে। কিন্তু সে অনুপাতে পাথর বিক্রি হচ্ছে না। উত্তোলিত পাথরের বিপুল পরিমাণ মজুদ থাকলেও প্রতিদিন ১ হাজার টন পাথরও বিক্রি হচ্ছে না।
এ অবস্থায় পাথর ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠানগুলো যাতে এ পাথর ব্যবহার করে সে ব্যাপারে সরকারের সংশিস্নষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে এর সাথে সংশ্লিষ্টরা। তা না হলে ২-৩ মাসের মধ্যে জায়গার অভাবে পাথর উত্তোলন ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ।
পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলাখনি সূত্রে জানা গেছে, খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ৩ শিফটে প্রতিদিন প্রায় ৪ হাজার টন পাথর উত্তোলন করছে। এতে করে খনি এলাকায় বিপুল পরিমাণ পাথরের মজুদ গড়ে উঠেছে। কিন্তু কাঙ্খিত হারে তা বিক্রি হচ্ছে না।
পার্বতীপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএএফএম নাজমুল আহসান হায়দার বলেন, গত ২ ডিসেম্বর পর্যন্ত খনি ইয়ার্ডে ৩ লক্ষাধিক টন বোল্ডার ও সাইজ পাথর মজুদ রয়েছে। এছাড়া ডাস্ট রয়েছে লক্ষাধিক টন। এই বিপুল পরিমাণ মজুদের সঙ্গে প্রতিদিন যোগ হচ্ছে আরো ৩ হাজার ৬শ’ টন পাথর। পাথর বিক্রিতে গতি না এলে আগামী ২ হতে ৩ মাসের মধ্যে জায়গার অভাবে পাথর উত্তোলন ব্যাহত হতে পারে। এ অবস্থা থেকে উত্তরণে পাথর ব্যবহারকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো যাতে মধ্যপাড়ার পাথর ব্যবহার করে সে ব্যাপারে সরকারের ওপর মহলের হসত্মক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন।