দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে গতকাল বুধবার পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষনা করা হয়। পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ছাড়াও মুক্তিযোদ্ধারা দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ডের প্রার্থীদের ভোট প্রদান করেন। পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে হাই-সিদ্দিক প্যানেলের হাতি মার্কায় কমান্ডার পদ প্রার্থী কমান্ডার আঃ হাই ৩৩৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের ডেপুটি কমান্ডার পদে ছিদ্দিক হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। পার্বতীপুর উপজেলায় মোট ৫৯০ জন মুক্তিযোদ্ধা ভোটার সকলেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী রিয়াজ মাহমুদ-আঃ হামিদ প্যানেলের ঘোড়া মার্কায় কমান্ডার পদে রিয়াজ মাহমুদ পেয়েছেন ১৩০ ভোট এবং ডেপুটি কমান্ডার পদে আঃ হামিদ পেয়েছেন ১২৪ ভোট। হাই-সিদ্দিক প্যানেলের হাতি মার্কায় অন্যান্য বিজয়ীরা হলেন- সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) সিরাজুল ইসলাম, সহকারী কমান্ডার(তথ্য ও প্রচার) আবু এহিয়া সরকার,
সহকারী কমান্ডার (পূণর্বাসন, সমাজ কল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক) তমিজ উদ্দীন সরকার, এনতাজুল ইসলাম, সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) গোলাম মোস্তাফা, সহকারী কমান্ডার (অর্থ) সেলিম উদ্দীন সরকার, সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) জয়নাল আবেদিন, কার্যকরী সদস্য আঃ মজিদ সরকার ও রবীন্দ্রনাথ রায়।