একরামুল হক বেলাল : পার্বতীপুরে রেলওয়ে এলাকায় গত ৩ সপ্তাহে রেল পুলিশ, র্যাব ও বিজিবি কর্তৃক বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ মদ উদ্ধার করেছে। পার্বতীপুর রেলওয়ের থানার (জিআরপি) অফিসার ইনচার্জ লুৎফর রহমান আজ শুক্রবার জানান, দিনাজপুর র্যাব-১৩ গত ২ অক্টোবর পার্বতীপুর পৌর শহরে বাবু পাড়া মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমিছা খাতুন (৫০) নামের এক মহিলাকে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। তার স্বামীর নাম রাশেদ মোল্লাহ। গত ৮ অক্টোবর বিজিবি কর্তৃক একতা ট্রেন থেকে ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়াও ওসির নির্দেশে মাদক বিরোধী অভিযান চালিয়ে রেল পুলিশ চলতি মাসের ১ অক্টোবর, ৫, ১২, ১৪ ও ১৬ অক্টোবর আন্তঃনগর একতা, দ্রুতযান ও রকেট মেইল ট্রেন থেকে এসআই নিয়ামুল, হান্নান, এএসআই আকবর, দেলদার, এটিএসআই সাদেকুর সর্ব মোট গত ৩ সপ্তাহে ১শ’ ৮৪ বোতল ফেন্সিডিল ও ২ বোতল ভারতীয় মদ পরিত্যাক্ত অবস্থায় ট্রেনের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। পার্বতীপুর রেলওয়ের থানার (জিআরপি) অফিসার ইনচার্জ লুৎফর রহমান শুক্রবার জানান, মাদক বিরোধী অভিযানে জনগণের সম্পৃক্ততা হলে মাদক বিক্রি ও সেবক অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন।