
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন ভবনের নির্মাণ কাজের অনিয়ম, দূর্নীতির অভিযোগ তদন্তে রেল মন্ত্রনালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যের তদন্তে দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার তদন্তে দল পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনের ছাদ ঢালাইসহ অন্যান্য কাজে অনিয়ম হয়েছে কি না তা দিনভর খতিয়ে দেখেন। তদন্তে দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেল মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, রাজশাহীর প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) আব্দুল মতিন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোশারফ হোসেন প্রমুখ।
রেল সূত্রে জানা যায়- ২০১৩ সালে ১৫ আগষ্ট পার্বতীপুর রেল স্টেশনের প্রায় শত বছরের পুরাতন ভবনের ছাদ ভেঙ্গে সংস্কার কাজ শুরু করা হয়। এতে ব্যয় ধরা হয়, ৯৪ লাখ ৯৬ হাজার ৯শ’ ৮০ দশমিক ৯০ টাকা। রাজশাহীর রামচন্দ্রপুর ঘোড়ামারার ঠিকাদারী প্রতিষ্ঠান এম,এস, হোসেন এন্টারপ্রাইজ ভবন নির্মান কাজের দায়িত্ব পায়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে কাজ না করে রাজশাহীর বাচ্চু ও আরজুসহ তিনজনের নিকট কাজটি বিক্রি করে দেয়। সংস্কার কাজ শেষে ৩ মাসের মধ্যে স্টেশন মাস্টারের কার্যালয়সহ ১২টি কক্ষের ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। নির্মাণ কাজের শিডিউল অনুযায়ী ঠিকাদার রড, বালু, সিমেন্ট, পাথরসহ অন্যান্য নির্মান সামগ্রী ব্যবহার না করে নিন্মমানের উপকরন ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে পার্বতীপুর রেল স্টেশন ভবনের ক্রুটিপূর্ণ নির্মান কাজের সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে বর্তমান তদন্তে অনুষ্ঠিত হচ্ছে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক রেল কর্মকর্তা জানান।
এব্যাপারে পার্বতীপুর রেল স্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার বলেন, কাজে অনিয়ম হয়েছে বলেই ছাদ চুয়ে পানি পড়েছে।
তদন্তে দলের প্রধান ও রেল মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন তদন্তে কাজের অগ্রগতি সর্ম্পকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, ঠিক তদন্ত নয়, দাপ্তরিক কাজের অংশ হিসাবে আমি ঘটনাস্থলে এসেছি।