বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পার্বতীপুর শহীদ মাহবুব সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরনে ৮ সেনাসদস্য আহত

Parboti Sanaদিনাজপুরের পার্বতীপুরে শহীদ মাহবুব

সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরনে ৮ সেনা

সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের

রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার বিকেল ৪ টার দিকে এ

ঘটনা ঘটে। শহীদ মাহবুব সেনানিবাসের ১৬

রেজিমেন্টের ষ্টাফ অফিসারের মোবাইল

ফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা

হলেও ফোন রিসিভ করেননি। রংপুর

সেনানিবাস থেকে ৩৪ বেঙ্গল রেজিমেন্ট

থেকে সেনা সদস্যরা শহীদ মাহবুব

সেনানিবাসে ফায়ারিং রেঞ্জে ফায়ার করতে

আসে। বিকাল ৪ টার দিকে অসর্তকতা বশত

সেনাসদস্যদের হাত থেকে ২ টি গ্রেনেড

মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে।

আহতের  নাম হলো- ওয়ারেন্ড অফিসার

কেতাব আলী(৪৫), সাজেন্ট ফজলুর

রহমান(৪০), সাজেন্ট রওশন আলী।

তাৎক্ষনিকভাবে ৩ জনের পরিচয় পাওয়া

গেলেও ৫ জনের পরিচয় রির্পোট লেখা পর্যন্ত

পাওয়া যায় নি।