রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পিয়াস করিমের জানাজা সম্পন্ন

রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. পিয়াস করিমের জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন তার জানাজা পড়ান। হাজার হাজার মানুষ এতে অংশ নেন।
জনসাধারণের দেখার জন্য বর্তমানে তার লাশ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়েছে।
ধানমন্ডিতে অধ্যাপক পিয়াস করিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, কবি ও দার্শনিক ফরহাদ মজহার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং কলা অনুষদের বর্তমান ডিন প্রফেসর সদরুল আমিন, ঢাবি  শিক্ষক সমিতির সহসভাপতি ড. আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সলিমুল্লাহ খান, প্রফেসর আসিফ নজরুল, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম, ড. আসাদুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডক্টর এজেড এম জাহিদ, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ও নুর মোহম্মদ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ড. তুহিন মালিক, বিএনপি নেতা শরাফত আলী শফু,  বেগম সেলিমা রহমান, নারী নেত্রী শিরিন সুলতানা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র অভিনেতা উজ্জল, হেলাল খান, মুনিয়ারা সাফা, শ্যামা ওবায়েদ, বিএনপি নেতা বিডি রহমতুল্লাহ, বাম নেতা জোনায়েদ সাকী, ছড়াকার আবুল সালেহ প্রমুখ।
Spread the love