ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও টেলিভিশন টক শোর পরিচিত মুখ পিয়াস করিম হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। আজ সোমবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাজধানীর স্কয়ার হাসপাতালে খবর দেন। এম্বুলেন্সে করে ধানমন্ডির বাসা থেকে হাসপাতালে নেয়ার পর ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মল্লিকা সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষায় আমাদের মনে হয়েছে উনার হার্ট এটাক হয়েছিল।
জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে ডানঘেঁষা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে পরিচিতি পান অধ্যাপক পিয়াস। গত বছর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যুদ্ধাপরাধের বিচারের কৌশল নিয়ে বিতর্কিত মন্তেব্যের কারণেও তিনি সমালোচিত হন।
এদিকে ড. পিয়াসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিয়াস করিমের মরদেহ আগামীকাল মঙ্গলবার পর্যন্ত স্কয়ার হাসপাতালের হিমঘরেই রাখা হবে। তার ৩ বোন আমেরিকা, কানাডা ও ভারতে থাকেন। মঙ্গলবার পিয়াস করিমের দাফনের সিদ্ধান্ত নেয়া হবে। পিয়াস করিমের ভাই জহির করিম বলেন, আমার ৩ বোন আমেরিকা, কানাডা ও ভারতে থাকেন। আমেরিকা ও কানাডায় যারা থাকেন তাদের আসতে সময় লাগবে। সে হিসেবে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে যে কবে তাকে দাফন করা হবে।