
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে উপজেলার থুমনিয়া শালবাগান থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। জানা গেছে, ওই শালবনের ভিতরের রাস্তা দিয়ে স্থানীয় জনতা চলাচলের সময় এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে থানা পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুপুরে ওই অজ্ঞাত যবুকের লাশ থানায় নিয়ে আসেন। এ রিপোট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মুহা. ইশতে শাম জানায়, এটি একটি হত্যা কান্ড এবং হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে।