বিষ্ণু পদ রায়ঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ টি সোমবার সকালে আ’লীগ দলীয় কার্যালয়ে হস্তান্তর হয়েছে।
উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বে এক কার্যকরী সভায়, সকলের সম্মতি ক্রমে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সফল সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের কাছে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করেন । মাহে রমজান উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ও পৌর ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সঠিক ভাবে নির্বাচনী প্রচারনা ও দলীয় দায়িত্ব পালন না করায়, উক্ত সভায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আক্তারুল ইসলামকে কারন দর্শানোর নোটিশ প্রদানে সিন্ধান্তও গৃহীত হয়। এসময় আ’লীরেগ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুনিরউদ্দী, সহ-সভাপতি বশির উদ্দীন চৌধররী,সহ-সভাপতি সামিমুজামান জুয়েল, যুগ্ন-সাধারন সম্পাদক কশিরুল ইসলাম ও গোলাম রববানী, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, আ’লীগ নেতা ও পাবলিক ক্লাব সভাপতি রেজওয়ানুল হক বিপ্লব,শাহ আলম,বাদল সহ আওয়ামীলীগ পরিবারের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক জেলা আ’লীগের সিনিয়র সভাপতি হওয়ায় একই সাথে দুই টি পদ সাংবিধানিক ভাবে রাখার বিধান নেই তাই এই সিদ্ধান্ত গৃহীত হয়।