
পীরগঞ্জ, প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ প্রমূখ।