বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠীর পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য শোভাযাত্রা পীরগঞ্জ পাবলিক ক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উদীচী শিল্পীগোষ্ঠীর পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিজলী আকতার এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী,উদীচীর সাবেক সভাপতি দীপেন রায়, উদীচীর সদস্য আসাদুজ্জামান আসাদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল,উদীচীর সাধারণ সম্পাদক তারেক হোসেন প্রমুখ। এসময় উদীচীর পীরগঞ্জ শাখার সকল শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love