পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে উৎসব মূখর পরিবেশে শনিবার টাঙ্গন নদীর ৪টি ঘাটে প্রতিমা বিসর্জন দেয় হিন্দধর্মালম্বীরা। দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে বিসর্জন ঘাট গুলোতে নারী-পুরুষের ঢল নামে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি ব্যবস্থা। দপুরে মাশালডাঙ্গী প্রতিমা বিসর্জন কেন্দ্র পরিদর্শন করেছেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। এ সময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুলস্ন কুমার, সাধারণ সম্পাদ বিনোদ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সভাপতি আতুল চন্দ্র রায়, সম্পাদক গোপী কৃষ্ণ রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার জানান, এবার পীরগঞ্জ উপজেলার মাশালডাঙ্গী, নাকাটি ব্রীজ, সাগুনী এবং হাবিবপুর ব্রীজ ঘাটে শামিত্মপূর্নভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বিষ্ণু পদ রায়
পীরগঞ্জ, প্রতিনিধি
০১৭১৮৬৬৪৭০৫