বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পীরগঞ্জে এক অসুস্থ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা : মালামাল লুট

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এক অসুস্থ্য মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে ইট, সদর দরজা  সহ প্রায় ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় ৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও এজাহার সুত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাও মহল¬ায় সাড়ে ১০ শতক জমিতে ইট দিয়ে সীমানা প্রাচীর করে ২ কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘড় নির্মান করেন শহরের শান্তিবাগ মহল্লার অসুস্থ্য মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার। বর্তমানে তিনি অসুস্থ্য থাকায় একটি মহল তার ঐ সম্পত্তি জবর দখল করার চেষ্টা চালায়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে ঐ মহলটি তাদের দলবল নিয়ে হামলা চালায় ঐ মুক্তিযোদ্ধার বাড়িতে।  এ সময় তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং বাড়ির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য মজুদ রাখা ইট, কাঠ, একটি নলকুপ সহ সদর গেট ভেঙ্গে নিয়ে যায়। তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে লুটপাট চালায় মহটির লোকজন। এ বিষয়ে ঐ দিনই ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজার দায়ের করেছেন অসুস্থ মুক্তিযোদ্ধা স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগম। মামলার আসামীরা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ এজাহারটি ধামাচাপা দিয়ে রেখেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে রবিবার থানার সেকন্ড অফিসার এস আই আবু তালেব জানান, ধামাচাপা দেওয়া অভিযোগ সঠিক নয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।