প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামীকাল তার গ্রামের বাড়ী পীরগঞ্জে এসে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই সংযোগ উদ্বোধন করবেন। এ সময় তিনি উপজেলার ৫০টি গ্রামে তিন হাজার নতুন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ, নির্বাচিত পাটচাষী সমাবেশ এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, কছিমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন কম্পিউটার ল্যাব স্থাপনসহ পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, শাহ আব্দুর রউফ কলেজ ও কছিমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগের উদ্বোধন উপলক্ষে পৃথক ২টি অনুষ্ঠানে যোগ দিবেন।
আগামীকাল শনিবার বিকেল ৩ টায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী’র সভাপতিত্বে কছিমননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩টি প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং ৩টি প্রতিষ্ঠানে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করবেন তিনি। পরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীষর্ক প্রকল্পের উদ্যোগে নির্বাচিত পাটচাষী সমাবেশে যোগ দিবেন তিনি। এ সময় উপজেলার ৫০টি গ্রামে তিন হাজার নতুন গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহাম্মেদ পলক উপস্থিত থাকবেন।
ইতোমধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পাট অধিদপ্তর ও বিদ্যুত মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ৩টি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কছিমননেছা উচ্চ বিদ্যালয়ে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা বিভাগের লোকজনের নজরদারি বৃদ্ধি পেয়েছে।
আগামীকাল সকালে ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হয়ে দুপুরের মধ্যেই পীরগঞ্জে পৌঁছে অনুষ্ঠান শেষে ওই দিন বিকেলেই ঢাকা মুখে যাত্রা করবেন জয় ও স্পীকারসহ অন্যান্য সফরসঙ্গীরা। এ উপলক্ষে গত মাসেই জয়ের পীরগঞ্জে আসার কথা থাকলেও পরে সফরসুচী স্থগিত করা হয়েছিল।
উল্লেখ্য, গত মার্চ মাসের ১৬ ও ১৭ তারিখে শেষবারের মতো ২দিনের সফরে পীরগঞ্জে এসেছিলেন সজীব ওয়াজেদ জয়। সে সময় তিনি পীরগঞ্জের প্রতিটি গ্রামে বিদ্যুত পৌঁছে দেয়াসহ প্রতিটি ইউনিয়নে ১০কিলোমিটার রাস্তা পাকাকরনের প্রতিশ্রুতি দেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম জানান, স্পীকার মহোদয়ের সফরসূচী পৌঁছেছে। এদিকে উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জয়সহ অন্যান্য ভিআইপিদের আগমন নিশ্চিত করেছেন।