ওয়ার্কাস পার্টির ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী এর উদ্বোধন করেন। শহরের সমবায় মার্কেটে দলীয় কার্যালয় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, দিনাজপুর ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রফিকুল ইসলাম, ঠাকুরগাও জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড সহরাব আলী, সদস্য অধ্যক্ষ তাজরুল ইসলাম, সদস্য তৈমুর ইসলাম, সদস্য কমরেড আনোয়ারুল ইসলাম, কমিউনিষ্ট পার্টির উপজেলা সম্পাদক আবু জাহিদ, ন্যাপ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রকেট, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।