
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বে-সরকারী সংস্থা কারিতাস এর আয়োজনে ‘‘পানি,পয়ঃনিস্কাশন,স্বাস্থ্যবিধি চর্চা ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে লক্ষ্যিত জনগোষ্ঠীর সুস্থ্যজীবন আনয়ন ও উন্নয়ন’’ বিষয়ক অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ওয়াশ জুনিয়র প্রোগ্রাম অফিসার হীরালাল রায় সঞ্চালনায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর আঞ্চলিক কারিতাস পরিচালক যোগেন জুলিয়াস বেসরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, দিনাজপুর কারিতাস (ডিএম) কর্মসূচী কর্মকর্তা স্বপন রোজারিও প্রমূখ। উক্ত আলোচনা সভায় তিন বছর মেয়াদী কারিতাস এর ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিতকরণ করা হয়।