শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে গোরস্থান বনায়ন কর্মসূচী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

পীরগঞ্জ পৌরসভাধীন ভেলাতৈড় মহল্লার স্কুল-কলেজ পড়ৃয়া ছাত্রদের সমাজসেবামূলক সংগঠন ‘বৃন্ত’র উদ্যোগে ঐতিহাসিক গোরস্থান জিন্দাপীরে সামাজিক বনায়ন কর্মসূচী বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে কর্মসূচীর উদ্বোধন করেন প্রবীন সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা আলম। উদ্বোধনী দিনে দুইশত বনজবৃক্ষের চারা রোপন করা হয়। গোরস্থানে বিভিন্ন জাতের দু-হাজার গাছ লাগানোর কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাক সংবাদদাতা ও পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী, পাঠচক্র সম্পাদক আতাউর রহমান মঞ্জুর, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদ মোকাদ্দেস হায়াত মিলন, জাতীয় পার্টির মাসুদুর রহমান, সোলেমান আলী, ‘বৃন্ত’র উপদেষ্টা আমানুল্লাহ নুরী প্রমুখ।