শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে জঙ্গীবাদী শক্তির উত্থান বিরুদ্ধে মানববন্ধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : দেশব্যাপী মৌলবাদী ও জঙ্গীবাদী শক্তির উত্থান, তার্গেট কিলিং,গুপ্ত হত্যা ও জঙ্গবাদী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশে করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে পূর্ব চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি ইমদাদুল হক, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা এ্যাড: মোসত্মাক আলম টুলু,বীরমুক্তিযোদ্ধ ইকরামুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান,আ’লীগ সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনি,উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম,উপজেলা জাসদ(ইনু) সভাপতি দীপেন্দ্র নাথ রায়, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, সিপিবি’র সম্পাদক সম্পাদক এ্যাড. আবু সায়েম, অঙ্গিকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু, পাঠচক্রের সভাপতি মোশারফ আলী, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফরিদা বেগম বিজলী, সাধারণ সম্পাদক তারেক হোসেন প্রমূখ। সন্ধায় সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা