বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে জনতা ব্যাংকের ব্যবস্থাপকের স্বেচছাচারিতা ও দুর্নীতি অভিযোগ

বিষ্ণু পদ রায় পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক আমজাত হোসেন এর স্বেচছাচারিতা,দুর্নীতি ও ব্যংকের বিধি লঙ্ঘরে বিরুদ্ধে রবিবার জনতা ব্যাংক প্রধান কর্যালয়ে সি,ই,ও ও ব্যবস্থাপনা পরিচালক বরাবরে ৩৪ জন গ্রাহক একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

পীরগঞ্জ জনতা ব্যাংক শাখার সিসি,টিটি,ডিডি ও বিভিন্ন সত্মরের গ্রাহক গনের অভিযোগ জানা যায়,ব্যবস্থাপক আমজাদ হোসেন গত ১৪ আগষ্ট জনতা ব্যংক বাজার শাখায় যোগদান করেন । যোগদানের পর থেকেই তিনি গ্রাহকদের হয়রানি সহ দূর্ব্যবহার,অশোভনীয় আচরন ও গালি গালাজ করে গ্রহকদের অতিষ্ট করে তুলেছেন। এর প্রেক্ষিতে অনেক ডিডি ও টিটি গ্রাহক সহ সাধার গ্রাহকরা অন্য বাংকে চলে গেছে। অশোভনীয় আচরন ফলে ইতি মধ্যে প্রায় ১ কোটি টাকার গ্রাহক এই বাজার শাখা হতে তুলে নিয়ে যায় এবং গত ৩১ আগষ্ট মাসে সাহিদা সুলতানা সঞ্চয়ী হিসাব নম্বর ৯২০৮ প্রায় অর্ধ কোটি টাকা অন্য ব্যাংককে সরিয়ে নিয়েছে ও মিত্রবাটি গ্রামের সকিম উদ্দীন সঞ্চয়ী হিসাব নম্বর ১২৭৮ প্রায় ৩ লক্ষাধিক টাকা তার ৮ বৎসর কন্যার জন্য ও ৭ বছর মেয়াদী ডবল বেনিফিট স্কীম খোলার জন্য ব্যংকে গেলে ব্যবস্থাপক আমজাদ হোসেন জানান যে,তার ব্যাংকে JBDBS হিসাব খোলা হয়না।বাধ্য হয়ে উক্ত গ্রাহক পীরগঞ্জ পোষ্ট অফিসে তা জমা করেন। উল্লেখ্য যে,বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কোন ঋণ গ্রহীতার বিপরীতে ইন্সুরেন্স এর টাকা জমা দিতে হলে উক্ত ঋণগ্রহীতাকে অবশ্যই অবগত করতে হবে। কোন ঋণ গ্রহীতা ইন্সুরেন্স এর টাকা না দেন বা ইন্সুরেন্স করতে অপারকতা প্রকাশ করে । তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঋণ গ্রহীতার হিসাব নম্বর হতে উক্ত টাকা কর্তন করতে পারবেন। কিন্তু উক্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন নিজের খেয়াল খুশিমত রংপুরের ইন্সুরেন্স কোম্পানীর নিকট হতে ঋণ গ্রহীতার বিপরীতে ইন্সুরেন্স করে নিজে ৪০%-৫০% ভাগ কমিশন খাচ্ছেন। অদ্যবধি কোন ঋণ গ্রহীতা জানেনা তার ইন্সুরেন্স বাবদ কত টাকা কর্তন করা হয়েছে এবং ইন্সুরেন্স এর কাগজ পত্র কোন ঋণ গ্রহীতাকে দেয়া হয়নি। প্রমাণ স্বরম্নপ আব্দুল কুদ্দুস সিসি নং ১১০ এর এক বৎসরে দু’বার ৯ হাজার টাকার বেশি ইন্সুরেন্স এর টাকা কর্তন করা হয়েছে। অথচ তিনি এসব এর কিছুই জানেনা। অভিযোগে আরও উলেস্নখ্য রয়েছে, ব্যবস্থাপক আমজাত হোসেন একজন নেশাগ্রস্থ মানুষ। তিনি অফিস চলাকালীন তার অফিসে গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে বসে একটির পর একটি বেশি দামের সিগারেট সেবন করে সন্মানীয় গ্রাহকগণের মান সন্মানের হেয় প্রতিপন্ন করেন। এ বিষয়ে ব্যবস্থাপক আমজাত হোসেন বলেন অভিযোগ এর বিষয়ে আমি কিছুই জানিনা, তাছারা আমি এখন বাহিরে আছি।

 

বিষ্ণু পদ রায

পীরগঞ্জ,ঠাকুরগাঁও

০১৭১৮৬৬৪৭০৫

Spread the love