সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে জাল ডলারসহ ১ ব্যক্তি গ্রেফতার

Arestঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১৪ হাজার ২৫০ জাল ডলারসহ মুক্তারুল (২৮) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধায় ডলার বেচা কেনার সময় ভুরভুসি কালি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) ওয়াহেদ আলী জানান, পীরগঞ্জ উপজেলার মালগাও গ্রামের  জিল্লুর চৌধুরী উপজেলার ভাকুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মুক্তারুলের কাছে ইউএস ডলার বিক্রির কথা বলে ৫৫ হাজার টাকা গ্রহন করে। এরপর শনিবার সন্ধায় মুক্তারুলকে ডলার দেয়ার কথা বলে জিল্লুর তাকে মোটরসাইকেলে তুলে ভুরভুসিকালি বাজারে নিয়ে যায়। সেখানে ১০০ ডলারের ৯৮টি এবং ৫০ ডলারের ৮৯টি জাল ডলার মুক্তারুলকে দেয় জিল্লুর। এ সময় বাজারের লোকজন টের পেলে জিল্লুর পালিয়ে যায়। ওই পরিমান জাল ডলারসহ জনতার হাতে আটক হয় মুক্তারুল। পরে থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জাল ডলারগুলি সহ মুক্তারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, একটি চক্র জাল ডলার দেখিয়ে বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষকে ফাসিয়ে অর্থ আদায় করে আসছে। ডলারের লোভে পড়ে প্রতারিত হয়ে আসছেন অনেকে।

Spread the love