
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় নুর মোহাম্মদ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার বিকালে ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের লোহাগাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান বাবলু পরিবহনের একটি ট্রাক সাইকেল আরোহী নুর মোহাম্মকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুর মোহাম্মদ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। পীরগঞ্জ থানার ওসি মুরশিদুল করিম মোহাম্মদ ইসতেসাম বিষয়টি নিশ্চিত করেছেন।