
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোহাগাড়া রেলস্টেশনের দক্ষিণ রেলক্রসিংয়ে ঠাকুরগাঁও থেকে পার্বতীপুরগামী ডেমু ট্রেনে ঝাঁপ দিয়ে রামচন্দ্র তেপু (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে লোহাগাড়া রামদেবপুর গ্রামের মৃত সুরেন রায়ের ছেলে।
অপরদিকে, পীরগঞ্জে রেলক্রসিং এলাকায় একই সময়ে একই ট্রেনে আত্মহত্যার চেষ্টা করে আনছুরা আকতার রোমানা নামে এক কলেজছাত্রী। পথচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি রাণীশংকৈল উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের রেজাউল হকের স্ত্রী।