পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার খটশিং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় ১ম স্থান অধিকারীকে বাদ দিয়ে অন্যজনকে নিয়োগ দেয়ায় নিয়োগ বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় ১ম স্থান অধিকারী অবিনাশ চন্দ্র রায় বাদি হয়ে মঙ্গলবার এই মামলা দায়ের করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার সহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।
জানা যায় পীরগঞ্জ উপজেলার খটশিং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাম দপ্তরী পদে গত ১৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন জনৈক অবিনাশ চন্দ্র রায়। কিন্তু নিয়োগ অনুমোদনকারী কতৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার তাকে বাদ দিয়ে রোববার সুনিল চন্দ্র নামে অপর এক প্রার্থীকে নিয়োগ প্রদান করেন। এর প্রতিকার চেয়ে ঠাকুরগাও সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী জানিয়েছেন আদালত বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
এদিকে অবৈধভাবে এই নিয়োগ বাতিলের দাবীতে এলাকাবাসী সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ করেন।